এস এম হুমায়ুন,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের কচুয়ায় থানাপুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে পিস্তল সহ ডাকাতি মামলার ১ জনকে আটক করা হয়েছে।
৭ মে (রবিবার) কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের এর নেতৃত্বে একটি টিম ও ডিবি বাগেরহাট এর তত্ত্বাবধানে কচুয়া থানার ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি মৃত অমরি কর্মকারের ছেলে প্রদিপ কর্মকার (৩৫) কে আটক করে।আটক কৃত আসামির বাড়ি কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকায়। কচুয়া থানার যার মামলা নং ৫/২৩।
এ বিষয়ে জানাযায়,৭ মে সকাল আনুমানিক ৬ টা ৩০ মিনিটে কচুয়ায় আসামির বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতি কাজে ব্যবহৃত একটি তুরস্কের তৈরি পিস্তল,এক রাউন্ড গুলি,একটি সেলাই রেঞ্জ এবং লুন্ঠিত ০১টি সোনার চেইন ও ১ টি আংটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।ঘটনাটি নিয়ে কচুয়া থানায় একটি অস্ত্র মামলার প্রস্তুতি চলছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন,গত সপ্তাহে বরগুনা থেকে ডাকাতি মামলায় সন্দিহান ভাবে আটক সোহেলকে আদালতে সোপর্দ করলে আদালত ৩ দিনের রিমান্ড মুঞ্জর করে।রিমান্ডে দেওয়া শিকার উক্তিতে আসামি প্রদিপ কর্মকারকে গ্রেফতার করা হয়।
আজ বিকাল ২.৩০ মিনিটে বাগেরহাট জেলা পুলিশ সুপারেরর কার্যালয়ে আটক সংক্রান্ত বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।