এসকে এম হুমায়ুন,বাগেরহাটঃ সাংগঠনিক প্রক্রিয়া অবলম্বন করে তৃণমূলের মতামতের ভিত্তিতে বাগেরহাটের সকল পৌর এবং উপজেলা কমিটি গঠনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক। সোমবার (২২ মে) বেলা ১১ টায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপও কামনা করেন তিনি। সৈয়দ নাসির আহমেদ মালেক বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগেরহাট জেলা বিএনপির ১২টি সাংগঠনিক ইউনিটের মধ্যে সদর, কচুয়া, মোংলা উপজেলা এবং মোংলা পৌরের কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে দলীয় প্যাড, সিল এমনকি জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষর ব্যবহার করা হয় নাই। জেলা আহবায়ক এবং সদস্য সচিব কৌশলে ঘটনার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। এমন আচরণে জেলার হাজারো নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সৈয়দ নাসির আহমেদ মালেক সংবাদ সম্মেলনে আরো বলেন, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়। আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ৭৫ বছর বয়সী এটিএম আকরাম হোসেন তালিম প্রায় ২১ বছর রাজনীতির বাইরে ছিলেন। নেতাকর্মীদের সাথে সম্পর্কহীন তালিম সাহেবকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও কমিটি গঠনের ক্ষেত্রে কোন আগ্রহ দেখেননি। ইউনিট কমিটিগুলো বিলুপ্ত করে দীর্ঘ সাড়ে ৩ বছর ধরে বাগেরহাট বিএনপিকে কমিটি বিহীন অবস্থায় রেখে দলকে তিনি সাংগঠনিকভাবে দুর্বল করেছেন।
জেলার আহ্বায়ক তালিম সাহেব নিজের ব্যর্থতা ঢাকতে যেন তেন ভাবে ৪টি ইউনিট কমিটি গঠন করতে অপতৎপরতা চালাচ্ছে। কোনরূপ সভা না ডেকে তৃণমূলকে উপেক্ষা করে কমিটি গঠনের অগণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বনের ফলে জেলা জুড়ে বিএনপি নেতা কর্মীদের মধ্যে মারাত্মকভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়া অবলম্বন করে তৃণমূলের মতামতের ভিত্তিতে বাগেরহাটের সকল পৌর এবং উপজেলা কমিটি গঠনের দাবী জানান তিনি।