বাঁধন প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন তিন শতাধিক মুসল্লি।
শুক্রবার (৯ জুন) সকাল ৯টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিম।
এর আগে, বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম নামাজের আহ্বান জানান।
নামাজ শেষে বিশেষ খোতবার পর বৃষ্টির জন্য কেঁদে কেঁদে মোনাজাত করা হয়। এতে পৌর এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ নেন।
পবিত্র কোরআন ও হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে খতিব মুফতি আ ন ম আব্দুল করিম বলেন, বৃষ্টির জন্য মহানবি হজরত মুহাম্মদ (সা.) ইস্তিস্কার নামাজ আদায় করেছিলেন। সেই নামাজের প্রার্থনার কবুল হয়ে অঝোর ধারায় বৃষ্টি নেমেছিল। চলমান দাবদাহ থেকে রক্ষার জন্য আমরাও নামাজের আয়োজন করেছি।