মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহনে আগামী কাল ১০ জুন শনিবার শুরু হচ্ছে স্মার্ট কর্মসংস্থান মেলা। সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরন্নবী চৌধুরী শাওন।আয়োজক সূত্রে জানা যায়, কর্মসংস্থান মেলাকে দু‘ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত কর্মসংস্থান সেমিনার। সেমিনারটি আইসিটিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষিত তরুন তরুনীদের জন্য। কর্মসংস্থান সেমিনারের আকর্ষণ সমূহ হলো: ফ্রিল্যান্সিং বিষয়ে প্রাথমিক ধারণা। ফ্রিল্রান্সিং এ ক্যারিয়ার গড়তে পরামর্শ ও টিপস, ফ্রিল্রান্সিং শুরুর জন্য প্রয়োজনীয় দক্ষতা বিষয়ক ধারণা।সকল ফ্রিল্রান্সিং উদ্যোক্তাদের গল্প শোনার সুযোগ। দ্বিতীয়ত কর্মসংস্থান মেলা ২০২৩ । মেলাটি যাদের জন্য আয়োজন করা হয়েছে।কমপক্ষে স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও চাকুরীপ্রার্থী। তথ্যপ্রযুক্তি খাতে ভবিষ্যতে যারা ক্যারিয়ার গড়তে আগ্রহী। তথ্য প্রযুক্তি বিষয়ে আগ্রহী শিক্ষার্থী তরুণ তরুণী।কর্মসংস্থান মেলার আকর্ষণ সমূহ হলো: দেশের প্রথম সারির ২০ টি আইসিটি কোম্পানীর উপস্থিতি। পছন্দমত কোম্পানীতে আবেদন, তাৎক্ষণিক ইন্টারভিউ এবং যাচাই বাছায়ের পর সংক্ষিপ্ত তালিকায় অন্তভূক্তি হওয়ার সুযোগ। ক্যারিয়ার বিষয়ে পরামর্শ ও টিপস। তথ্য প্রযুক্তি বিষয়ে সেমিনার ও আলোচনা।যেভাবে মেলায় অংশগ্রহণ করবেন: নিজ নিজ কলেজ থেকে নিবন্ধন করতে হবে। চাকুরী উৎসবে কোম্পানিতে আবেদন করতে ছবিসহ প্রিন্টেড বায়োডাটা/সিভি আনতে হবে। চাকুরীর আবেদন করতে সরাসরি স্টলে গিয়ে বায়োডাটা/ সিভি জমা দিতে হবে। ভেন্যুতে প্রবেশের সময় ছবিযুক্ত পরিচয়পত্র/শিক্ষার্থী পরিচয়পত্র দেখাতে হবে।মেলার আকর্ষণ সমূহ: ৫০ জন নারী উদ্যোগতাদের অর্থ প্রদান।চাকুরীর Appointment ট্রেনিং এর সুবিধা এবং অন্যান্য। এদিকে মেলায় অনুষ্ঠানে উপস্থিতির জন্য বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।