স্টাফ রিপোর্টার,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে এসএসসি ৯৭ ব্যাচের প্রথম ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপি নানা কর্মসুচির মধ্যদিয়ে পুর্নমিলনী অনুষ্ঠিত হয়।
সকালের শুরুতে ব্যাচের রেজিস্ট্রেশনকৃত সদস্যরা টিশার্ট, ক্রেস্ট ও ব্যাগ গ্রহন করেন। পরে কেক কেটে দিনটির শুভ সুচনা করেন ৯৭ ব্যাচের সদস্যরা। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে উৎসব মুখোর পরিবেশে একটি বর্ণাঢ্য র্যা লি নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ব্যাচের সদস্য ও পরিবারের সদস্যরা । এ সময় ঘোড়া ও মহিশের গাড়িতে প্রদক্ষিনসহ আতোশবাজিতে মুখোরিত হয়ে উঠে জেলা শহর। শহর ঘুরে এইস্থানে গিয়ে শেষ হয় র্যা লিটি। এতে পরিবারের সদস্যরাও ছাড়া গুণীজনেরা অংশ নেয়। র্যা লি শেষে কিছুটা বিরতীর মাঝেই চলে সকালের নাস্তা।
পরে অডিটরিয়াম চত্বরে শিশু কিশোরসহ সব বয়সীদের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় বিতরণ করা হয় দুপুরের খাবার। ব্যাচের সদস্য ও পরিবারের সদস্যরা ছাড়াও আপ্যায়ন করা হয় সংবাদকর্মী, অনুষ্ঠানের সাজ সজ্জা ও বিভিন্ন কাজের সাথে জড়িতদের।
দুপুর গড়িয়ে যখন বিকেল তখন উপস্থিত সবাইকে নিয়ে হয় র্যাপফেল ড্র। এতে অংশ নেয়া বেশ কয়েকজনকে পুরস্কার প্রদান করা হয়।
একই সময়ে আখতারুজ্জামান, একেএম সেলিম, সালেহা খাতুন, কাকন চক্রবর্তী, খন্দকার মোজাম্মেল হক, হাফেজ মুহম্মদ রশিদ আলম, আব্দুল গোফরান, পিযুষ কান্তি রায়, মুহাম্মদ জালাল উদ দ্দিন, শঙ্কর কুমার ঘোষসহ প্রতিষ্ঠানের শিক্ষকদের আমন্ত্রন জানিয়ে ক্রেস্ট দিয়ে সন্মাননা প্রদান করা হয়। এরই মধ্যে প্রদান করা হয় বিকেলের নাস্তা। কিছুটা বিরতী সন্ধ্যার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও দিনটি উপলক্ষে নানা কর্মসুচি পালন করে ৯৭ ব্যাচের সদস্যরা। আর এ রিইউনিয়নে জেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুইশ প্রাক্তন শিক্ষার্থীর পরিবারের সদস্যরা অংশ নেয়।
৯৭ ব্যাচের সদস্যরা জানান, প্রথম বারের মত ঠাকুরগাঁওয়ে ৯৭ ব্যাচের রিইউনিয়ন পালন করা হয়েছে। যা অনেক ভাল লাগার বিষয় অনেকে দেশ ও দেশের বাইরে থেকে স্বশরিরে অংশ নিতে না পারলেও বিভিন্নভাবে আমাদের সাথে ও পাশে ছিল। পরিবার পরিজন নিয়ে এমন আয়োজন উপভোগ করা ব্যাপক উৎসাহের বিষয়। আমরা চেষ্টা করবো প্রতি বছর এ ধরনের অনুষ্ঠান করার।