মোঃ আসাদুজ্জামান আপেল,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের স্বপ্নবাজ তরুণ-তরুণী শিক্ষার্থীদের নিয়ে প্লাটফর্ম অব ড্রিমস ইয়ুথ টক উইথ সাদ্দাম হোসেন শীর্ষক মুখোমুখি আলোচনা অনুষ্ঠান শনিবার (১ জুলাই) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় নিয়ে এখনকার তরুণদের ভাবনা, শিক্ষা ব্যবস্থা কিভাবে শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করে তুলতে পারে, আগামীর স্মাট বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা, তরুণ শিক্ষার্থীরা কিভাবে পরিবর্তনশীল বৈশি^ক প্রেক্ষাপটের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে এসব বিষয়ে দেশের বিভিন্ন কলেজ বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন।
পঞ্চগড়ের স্বপ্নবাজ তরুণ-তরুণী শিক্ষার্থীদের মুখোমুখি আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এসময় প্রাথমিক, মাধ্যমিক বিশ^বিদ্যালয়ের শিক্ষাজীবন নিয়েও খোলামেলা কথা বলেন তিনি।
সাদ্দাম হোসেনের সাথে স্টেজে মুখোমুখি অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থী মারুফ আল মুকিত এবং জগন্নাথ বিশ^বিদ্যালয়ের শিক্বষার্থী জুবাইরা বিনতি।
বিকেল ৪টায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় পর্যন্ত প্রশ্নোত্তর পর্বের এই অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারি প্লাবন বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মীসহ জেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার নানা বিষয়ে সরাসরি সাদ্দাম হোসেনকে প্রশ্ন করেন। শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে সাবলীল ভাষায় নানা উদাহরণ দিয়ে সাদ্দাম হোসেন জবাব দেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাদ্দাম হোসেন বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজস্ব সৃজনী শক্তির বিকাশ ঘটিয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। স্বপ্ন দেখতে হবে আর সেই স্বপ্ন বাস্তবায়নে কমিটেড হতে হবে তবেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।
তিনি বলেন, আগামী দিনে পাওয়ার পলেটিক্স করবো না, আমরা মেধাশক্তি বিকাশের রাজনীতি করবো।
সাদ্দাম আরও বলেন, ছাত্র রাজনীতি করে ব্যক্তিত্বের বিকাশ, আলোকিত মানুষ, সচেতন নাগরিক ও নিজেকে সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
পঞ্চগড়ের মেধাবী শিক্ষার্থীরা ঢাকা বিশ^বিদ্যালয়সহ দেশের যে কোন পাবলিক বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে ভর্তি, আবাসিক হলে আসন প্রদানসহ উচ্চতর শিক্ষা অর্জনে সব রকম সহায়তার কথাও জানান তিনি। এসময় শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতিসহ প্রতিভা বিকাশের বিভিন্ন অঙ্গনে বিচরণ করারও পরামর্শ দেন। জেলায় প্রথমবারের মত শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করায় অনুষ্ঠান শুরুর আগেই শিক্ষার্থীদের পদচারণায় গোটা অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক জবল ই রহমত, সিয়াম রহমান, তানবীর আহমেদ স্বাধীন, আলিফ আফসান দ্বীপ, রিফা জাকিয়া, দীপম সাহা জানান, প্লাটফর্ম অব ড্রিমস শিক্ষার্থীদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেন। ইয়ুথ টক উইথ সাদ্দাম হোসেনও এমন একটি অনুষ্ঠান। বাংলাদেশর মধ্যে এটিই প্রশ্নোত্তর পর্বের সরাসরি একটি অনুষ্ঠান। এমন অনুষ্ঠান দেশের অন্য জেলাতেও অনুষ্ঠানের উদ্যোগ আমাদের রয়েছে।
উল্লেখ্য, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার সাতখামার গ্রামে মেধাবী এই শিক্ষার্থী সাদ্দাম হোসেনের বাড়ি। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম বারের মত তিনি নিজ জেলা পঞ্চগড়ে আসেন। ঈদ উল আযহা উৎযাপনে এসে তিনি কয়েকদিন ধরে সংবর্ধনা, মতবিনিময় সভা, দলীয় কর্মসুচীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মসুচীতে অংশ নিচ্ছেন।