নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৮জুন ২০২৩ ইং তারিখ বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বই প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদন্দিতা করছেন শফিক-নূরু-মামুন-শাকিল-রাশেদ প্যানেল। প্যানেলে সব মিলিয়ে একচল্লিশ সদস্য রয়েছেন। এই প্যালেনকে বিজয়ী করার লক্ষে শুক্রবার সকাল ১০টা হতে প্যানেল পরিচিতি ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিডিপিএ রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিডিপিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সভাপতি প্রার্থী আলহাজ্ব শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএইচটি এর ফার্মাসিস্ট রাশিদুল হাসান রাসেল। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিডিপিএ রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি রফিকুল ইসলাম। উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা কোন প্রকার ভূল না করে এবং কোন প্রকার ষড়যন্ত্রে পা না দিয়ে অত্র প্যানেলকে বিজয়ী করতে ভোট প্রদান করার অনুরোধ করেন।
অত্র প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নুরুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহ আলম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি-১ আশরাফুল আলম, সহ-সভাপতি-২ মোহাম্মাদ রাশেদুল আলম, সহ-সভাপতি ঢাকা বিভাগ নাছরিন সুলতানা স্মৃতি, সহ-সভাপতি চট্টগ্রাম বিভাগ খাইবুল ইসলাম খান, সহ-সভাপতি খুলনা বিভাগ গাজী লিয়াকত, সহ-সভাপতি রাজশাহী বিভাগ আনোয়ার হোসেন, সহ-সভাপতি রংপুর বিভাগ কাঞ্চন কুমার সরকার, সহ-সভাপতি ময়মনসিংহ বিভাগ শহিদুল্লাহ, সহ-সভাপতি বরিশাল বিভাগ হাবিবুর রহমান ও সহ-সভাপতি সিলেট বিভাগ ফয়জুল হক।
যুগ্ম মহাসচিব-১ অনন্ত কিশোর সরকার, যুগ্ম মহাসচিব-২ নিয়ামতুল্লাহ, যুগ্ম মহাসচিব ঢাকা বিভাগ মঞ্জুরুল আলম, যুগ্ম মহাসচিব চট্টগ্রাম বিভাগ এ.টি.এম ইমরান, যুগ্ম মহাসচিব খুলনা বিভাগ রকিবুর রহমান, যুগ্ম মহাসচিব রাজশাহী বিভাগ গোলাম ফারুক, যুগ্ম মহাসচিব রংপুর বিভাগ কে.এম আলমগীর হোসেন, যুগ্ম মহাসচিব ময়মনসিংহ বিভাগ জাকির হোসেন, যুগ্ম মহাসচিব বরিশাল বিভাগ মোহাম্মদ মশিউর রহমান, যুগ্ম মহাসচিব সিলেট বিভাগ মোহাম্মদ নজমুল ইসলাম, সহঃ সাংগঠনিক সচিব মোহাম্মদ শাকিল সিকদার, অর্থ সচিব নূর নবী, তথ্য ও প্রকাশনা সচিব আবদুল মালেক, প্রচার সচিব চন্দন কুমার সরকার, সহ-প্রচার সম্পাদক আল-আমিন, দপ্তর সচিব মনিরুল ইসলাম, সমাজ কল্যাণ সচিব সোহেল মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব সাইদুর রহমান, পরিকল্পনা ও আন্তর্জাতিক বিষয়ক সচিব কামরুল ইসলাম, মহিলা বিষয়ক সচিব আয়েশা পারভীন, ছাত্র বিষয়ক সচিব আবু বক্কর সিদ্দিক, কার্যকরী সদস্য মোহাম্মদ খোরশেদ আলম, ইসরাইল আমিন, মাজহারুল ইসলাম, ইমদাদুল হক ও হেলাল উদ্দিন।
উল্লেখ্য এই নির্বাচনে দুইটি প্যানেলসহ সতন্ত্র প্রার্থীও রয়েছেন। এতে মোট প্রায় ভোটার সংখ্যা সাড়ে চার হাজার বলে জানা গেছে। আগামী ২৮ জুলাই একযোগে সারা বাংলাদেশে ভোট গ্রহন হবে বলে জানান তারা।