এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএডিসি চুক্তিবদ্ধ কন্ট্রাক গ্রোয়াসদের ২১টি জোনের সদস্যদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) সকাল থেকে পৌরসভার ঝিলপাড়ার কমিউনিটি সেন্টারে দিনভর এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাউদ্দিন এবং কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় ২১টি জোনের বিভিন্ন জেলার চুক্তি বদ্ধ চাষিরা বক্তব্য রাখেন। তারা বোরো মৌসুমে বিএডিসি নির্ধারিত বীজ মুল্য বৃদ্ধির দাবিতে প্রান্তিক পর্যায়ে ধান উৎপাদন প্রোসেসিং ও মাত্রা ঠিক রেখে মান বৃদ্ধিতে বিনিয়োগকৃত অর্থ না পাওয়ার অভিযোগ তোলেন। তারা সকলেই সরবরাহকৃত বীজের মুল্য বৃদ্ধিতে একমত পোষণ করেন। সেই সাথে অল্প সময়ের মধ্যে এককালীন মুল্য পরিশোধের আহবান জানান।
সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএডিসি গোবিন্দগঞ্জের কন্ট্রাক গ্রোয়াস ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম তাজু।বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি জননেতা এম এ মতিন মোল্লা,এছাড়াও আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা এনামুল হক,সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ- সভাপতি মো:ইউসুফ আলী,বগুড়া জোনের কন্ট্রাক গ্রোয়াসের সভাপতি মো:সাইফুর রেজা চৌধুরী ও সাধারণ সম্পাদক মো:আবু আল সাঈদ (লিপু মন্ডল), এছাড়াও চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, রাজশাহী, সিলেট, রংপুর,দিনাজপুর, পিরোজপুর, ময়মনসিংহ, যশোর, গাইবান্ধাসহ বিভিন্ন জোন ও জেলার চাষিরা বক্তব্য রাখেন।
প্রত্যেকটা জোনের পুর্ণাঙ্গ কমিটি গঠনসহ মুল্য বৃদ্ধি না হওয়া পর্যন্ত বোরো মৌসুমে বীজ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তারা মোটা, চিকন,ভিত্তি ও সুগন্ধী ধানের বীজ মুল্য বৃদ্ধিতে সরকারের প্রতি ও মন্ত্রনালয়ের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।