বিলালুর রহমান,সিলেট,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) রিপামনি দেবী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান।
সাবেক ইউপি সদস্য রাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মঈন উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, উপজেলা মৎস্য অফিসের সহকারী আব্দুল মালিক। অনুষ্ঠানে উপজেলার মৎস্য চাষীদের মধ্য ২জন শ্রেষ্ট মৎস্যচাষী-কে সম্মাননা স্মারক পুরস্কার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা সদরে এক র্যালী বের করা হয় এবং উপজেলা কমপ্লেক্স’র সরকারী পুকুরে মাছের পোনা অবমুক্তি করে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।