নিজস্ব প্রতিবেদকঃ স্বপ্ন বুননের সাহসী যোদ্ধা ও দেশীয় সাহিত্যের অগ্রগতি সাধনে নিবেদিত প্রাণ প্রবাসী লেখক ও সংগঠক শাহ্ মোঃ সফিনূর। তিনি ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পাটলী গ্রামে এক আদর্শ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেণ। শৈশব, কৈশোর সেখানে বেড়ে ওঠেন তিনি। তাঁর বাবা শাহ্ মোঃ দানিছ আলী তিনি একজন আদর্শ কৃষক। মাতা শাহ্ মোছাঃ রাবেয়া বেগম একজন আদর্শ গৃহিনী। শৈশব থেকেই সাহিত্য প্রেমিক, কঠোর পরিশ্রমী ও উদার মানসিকতার ছিলেন শাহ্ মো: সফিনূর । প্রবাসী কবি ও লেখক শাহ্ মোঃ সফিনূর বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে আমেরিকার মিশিগানে বসবাস করছেন। শাহ্ মোঃ সফিনূর শিক্ষাজীবনে নিজ থানার ২নং পাটলী ইউনিয়ন উচ্চবিদ্যালয় এবং জগন্নাথপুর সরকারি কলেজে অধ্যায়ন করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট মদনমোহন কলেজ থেকে বি.কম (অনার্স) এম.কম এবং প্রাইম ইউনিভার্সিটি ঢাকা থেকে এল.এল.বি সম্পন্ন করেন।
অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী শাহ্ মোঃ সফিনূর দেশের সাহিত্য এগিয়ে নিতে এবং নবীন লেখকদের অনুপ্রেরণায় নিয়মিত কাজ করে চলেছেন। তিনি বাংলা ভাষাভাষী মানুষের কথা ভেবে মাতৃভাষার টানে আমেরিকান প্রবাসী হয়েও নিরলসভাবে কাজ করছেন দেশীয় সাহিত্যকে সমৃদ্ধ করতে। সাহিত্যের নিবেদিত প্রাণ শাহ্ মোঃ সফিনূর একজন দক্ষ সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় আসীন করেছেন তার কর্মগুণে। তিনি দায়িত্ব পালন করছেন সামাজিক সংগঠন পাটলী যুব সংঘ এর সভাপতি হিসেবে। এছাড়া সুনামগঞ্জ জেলা আইন ছাত্র কল্যাণ পরিষদ এর সভাপতি ও জগন্নাথপুর ছাত্রকল্যাণ পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক হিসেবে।
শাহ্ মোঃ সফিনূর সাহিত্য ও গণমাধ্যমে নিজের পদচারণা সমৃদ্ধ করেছেন বিভিন্ন গণমাধ্যম ও সাহিত্য পত্রিকার সম্পাদনা করে। তিনি দায়িত্ব পালন করেন নবজাগরণ পত্রিকার সম্পাদক ও মাসিক ম্যাগাজিন জয়ন্তীর সম্পাদক হিসেবে। এছাড়া বর্তমানে তিনি অনলাইন পত্রিকা ইউ এস বাংলা সাহিত্য দর্পণের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। লেখকদের অনুপ্রেরণা যুগিয়ে পাশে থাকতে তিনি ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম প্রতিষ্ঠাতা করেছেন যা ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে। তিনি যুক্ত আছেন দেশ-বিদেশের বিভিন্ন সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যা তার সাংগঠনিক পথচলা সমৃদ্ধ করেছে।
লেখক হিসেবে নিজেকে তুলে ধরতে তার সাহিত্যকর্ম যথেষ্ট সুনাম কুড়িয়েছে। তার একক ও যৌথ সম্পাদনায় কাব্য গ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য- সাহিত্যের কুসুম জ্যোতি, মনবিলাষ, মায়াবী যুগল চোখ,স্বপ্ন স্বদেশ,রক্তে ভেজা শার্ট। ইতিমধ্যে তার লেখনী সাহিত্য প্রেমীদের কাছে প্রশংসা কুড়িয়েছে।
প্রবাসী লেখক ও সংগঠক শাহ্ মোঃ সফিনূর তার কর্ম ও পরিকল্পনা নিয়ে বলেন, ‘শৈশব থেকেই আমার সাহিত্যের প্রতি বিশেষ দূর্বলতা রয়েছে। আমি প্রবাসে থেকেও বাংলা শিল্প সাহিত্য নিয়ে কাজ করছি নিছক ভালোবাসা থেকে। এ ভালোবাসা সাহিত্য প্রেমের বহিঃপ্রকাশ বলা যায়। আমি তরুণ লেখকদের অনুপ্রাণিত করার পাশাপাশি দেশীয় সাহিত্যের বিকাশে আজীবন কাজ করে যেতে আগ্রহী। নিজের লেখালেখি এবং স্বদেশের শিল্প ও সাহিত্য সমৃদ্ধ করতে আমি নিয়মিত কাজ করছি এবং আশাকরি শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আমার অগ্রযাত্রা আরও বৃহৎ পরিসরে চলবে। আমি সকলের সহযোগিতায় শিল্প ও সাহিত্য নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।’