কয়রা উপজেলা প্রতিনিধিঃ খুলনা জেলা আইনজীবী সহকারী( এ্যাডঃ ক্লার্ক )সমিতির কয়রা উপজেলা ইউনিট বার আইনজীবী সহকারী( এ্যাডঃ ক্লার্ক) সমিতির কমিটি বিলুপ্তি ঘোষণা করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
খুলনা জেলা আইনজীবী সহকারী (এ্যাডঃ ক্লার্ক ) সমিতির সভাপতি মোল্লা মাহবুবুর রহমান ও খুলনা জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম ও খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ তারিক মাহমুদ তারা স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে গত ২০২২ সালের এক বছরের জন্য কয়রা ইউনিট বার আইনজীবী সহকারী (এ্যাডঃ ক্লার্ক) সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছিল। কিন্তু ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে বিধায় ২০২২ সালের গঠিত কয়রা ইউনিট বার আইনজীবী সহকারী (এ্যাডঃক্লার্ক) সমিতির কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হইলো। এবং সাথে সাথে একটি শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে নিম্নলিখিত আহবায়ক কমিটি গঠন করা হইল। ১,আহ্বায়ক : বাবু প্রকাশ কুমার মন্ডল। ২, যুগ্ন আহবায়ক: মোঃ আসাদুল হক। সদস্য সচিব: মোঃ শাহারুল ইসলাম (সবুজ) । আহবায়ক কমিটি আগামী ৩১শে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে একটি পূর্ণাঙ্গ শক্তিশালী কমিটি গঠন করিবার যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন।
এবং আরো উল্লেখ করা হয়েছে চিঠি প্রাপ্তির পর অতি দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটির নিকট সকল দায়িত্ব হিসাব নিকাশ বুঝিয়া দিবেন।
খুলনা জেলা আইনজীবী সহকারী( এ্যাডঃ ক্লার্ক ) সমিতির সভাপতি মোল্লা মাহবুবুর রহমান বলেন যে আমরা চিঠির অনলিপি কয়রা ইউনিট বার আইনজীবী সহকারী (এ্যাডঃ ক্লার্ক) সমিতি বরাবর প্রেরণ করা হয়েছে। এবং নবনির্বাচিত আহ্বায়ক কমিটির কাছে চিঠি প্রেরণ করা হয়েছে। চিঠি প্রাপ্তির পর বিগত ২০২২ সালের কমিটি তাদের দায়িত্ব আহবায়ক কমিটির নিকট হস্তান্তর করবেন। এবং আহবায়ক কমিটি তাদের দায়িত্ব পালন করবেন।