আজিম আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে আইসিটি ইন এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩ শে আগস্ট ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুলে সকাল ১১ টা এই সমাপনী অনুষ্ঠান শুরু।অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।দশ দিনব্যাপী এই শিক্ষক প্রশিক্ষণ চলমান ছিল।এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল।
ঝিনাইদহ জেলা প্রোগ্রামার তথ্য যোগাযোগ প্রযুক্ত এই দপ্তর মিহির কুমার মিত্র,JV of Standard Technologies Ltd,QYS Networking & solutions Ltd and Liner Technologies Ltd এর চিফ অপারেশন অফিসার মোশারফ হোসেন খান, জেলা কো অর্ডিনেটর মাহমুদ হাসান।
প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০০১ টি ও দ্বিতীয় পর্যায়ে ৫০০০ টি সহ মোট ৯০০১ টি ল্যাব স্থাপন করা হয়েছে। ৩০০ টি সংসদীয় আসনের ৩০০টি শেখ রাসেল স্কুল অফ ফিউচার স্থাপন করা হয়েছে।
ঝিনাইদহ জেলাতে প্রতি ব্যাচে ২০ জন শিক্ষক দশ দিনব্যাপী মোট ২৫ টি ব্যাচে ৫০০ জন শিক্ষক ইতিমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত ১০০০ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চারজন করে মোট ৪০০০ জন শিক্ষকগণকে দশ দিনব্যাপী আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাভেল স্যুটিং ও মেইনটেইন্যান্স বিষয়া শিক্ষক প্রশিক্ষণ বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন।