মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে পৃথক দুই অভিযানে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। চিলাহাটি বাজারে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ৫/২৪ (১) ধারায় দুইজন গরুর মাংস বিক্রেতা মো: মোশারফকে ৬০০০ টাকা এবং মো: বেলালকে ২০০০ টাকা করে ভ্রাম্যমাণ আদালতে মোট ৮০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসাবে অভিযোগ দায়ের করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ মোজাম্মেল হক। এছাড়াও অভিযানে সহযোগিতা করেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যবৃন্দ।
অপর অভিযানে নীলফামারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সামছুল আলমের নেতৃত্বে ডোমার বাজারে দুইজন ফল ব্যবসায়ী এবং দুইজন ডিম ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ফল ব্যবসায়ী আশরাফুলকে ২০০০ টাকা ও মকছেদ আলীকে ১০০০ টাকা এবং ডিম ব্যবসায়ী রুবেলকে ২০০০ টাকা ও মিনালকে ১০০০ করে মোট ৬০০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসাবে অভিযোগ দায়ের করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: আল আমিন রহমান। এছাড়াও অভিযানে সহযোগিতা করেন ডোমার থানা পুলিশের সদস্যবৃন্দ।