মাসুম বিল্লাহ,জেলা প্রতিনিধি বগুড়াঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার ওমরদিঘী বন্দর এলাকায় সরকারি চাল ক্রয়-বিক্রয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ভিডিও এবং ছবি ধারন করার সময় চালচোর সিন্ডিকেটের দেয়া অপবাদে দায়েরকৃত মামলায় দুই সাংবাদিকের জামিন মন্জুর করা হয়েছে।
মঙ্গলবার ২৯ আগষ্ট তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।
ঘটনার বিবরণে জানাগেছে, গত ১৯ আগষ্ট সরকারী চাল ক্রয় বিক্রয় ও দোকানে মজুত করার সংবাদ পেয়ে দৈনিক গন মানুষের আওয়াজ পত্রিকার সাংবাদিক রায়হানুল ইসলাম তথ্য সংগ্রহ করতে আরও দুই সাংবাদিককে সাথে নিয়ে যান বগুড়া শাজাহানপুর উপজেলার উমরদীঘি বাজারে।
সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ঐ সিন্ডিকেট এর লোকজন ক্ষিপ্ত হয়ে ভূয়া ডিবির অপবাদ দিয়ে চিল্লা চিল্লি করতে থাকে এবং গন ধোলাই দেয়। কেউ কেউ আবার ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় রাতেই বগুড়া থেকে সাংবাদিকদের সংগঠন বিএমএসএফ এর নেতৃবৃন্দ সহ শাজাহানপুর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ সেখানে গিয়ে আটক সাংবাদিককে শনাক্ত করার পরেও ওসি তার সিদ্ধান্তে অনড় থাকেন। আর সাংবাদিকের হাতে নাতে পাওয়া সরকারি চাল ও ভিডিও থাকার পরেও চাল সিন্ডিকেটদের বাঁচাতে সাংবাদিকের বিরুদ্ধে ডিবি পরিচয়ে চাঁদাদাবাির মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়। এ ঘটনায় স্মারক লিপি প্রদান সহ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় সাংবাদিকদের সংগঠন বিএমএসএফ বগুড়া জেলা শাখা।
এবিষয়ে বিএমএসএফ বগুড়া জেলা শাখার সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক রহিত বলেন, জব্দ তালিকায় ক্যামেরা, সাংবাদিকতার আইডি কার্ড, ধারনকৃত ভিডিও কোনকিছুই উল্লেখ করা হয়নি। যা ন্যায় বিচারের পরিপন্থী। এমতাবস্থায় অদ্য তাদের জামিন আবেদন করলে তা মন্জুর করা হয়।