মেহেরপুর প্রতিনিধিঃ চড়া দামে ডাব বিক্রি বন্ধে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযান দল।
মঙ্গলবার ( ২৯ আগস্ট) দুপুরের এ অভিযানে সোহেল নামের এক ডাব ব্যবসায়ীর কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডাব বাজারের অস্থিরতা নিরসনে এ অভিযান চলে জানা গেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে শহরের গোহাট, কোর্টরোড, বড় বাজার ও জেনারেল হাসপাতালের সামনের ডাব দোকানীদের ক্রয় মেমো ও বিক্রি দর পর্যবেক্ষণ করা হয়। যার গরমিল পাওয়ায় শহরের বড় বাজারে সোহেল নামের এক ডাব ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে এক হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
ডেঙ্গু পরিস্থিতির কারণে ডাবের চাহিদা বেড়ে ওয়ার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অস্বাভাবিক মুল্য বৃদ্ধি করেছে।
ক্রয়-বিক্রয় দরের সামঞ্জস্য বজায় রাখা এবং মূল্য তালিকা টাঙ্গিয়ে ডাব বিক্রির জন্য ডাব ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সজল আহম্মেদ।
এছাড়াও মূল্য তালিকা প্রদর্শণ না করায় আরও তিন মুদি দোকানীর কাছ থেকে আরও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এ বাজার অভিযানে।