মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ শব্দ দূষণের বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর ডোমার মহিলা ডিগ্রী কলেজে ‘এক মিনিট শব্দহীন কর্মসূচি’ পালন করা হয়েছে আজ। রবিবার (১৫ই অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ডোমার মহিলা ডিগ্রী কলেজে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় নিশ্চুপ দাঁড়িয়ে শব্দ দূষণ মুক্ত পরিবেশ গড়ার প্রত্যয় নেন তারা। কর্মসূচিতে ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু সহ সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জানা যায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এমন উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট অব্ধি শব্দহীন কর্মসূচি পালন করা হয়।