মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: মেট্রোরেলের মত সেতু পার হয়ে যেতে হবে পূজামণ্ডপে। ব্যতিক্রমী এমনি এক পূজামণ্ডপ আয়োজন করেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি পূজামণ্ডপ কমিটি। শারদীয় দুর্গাপূজায় দর্শনার্থীদের মাঝে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে এমন আয়োজন করেছে কর্তৃপক্ষ বলে জানা গেছে। ৫০জন শ্রমিক দুই মাস কাজ করে হিম খালি নদীর উপরে তৈরি করেছে মেট্রোরেল সেতু।। পূজা উদযাপন পরিষদের যুব কমিটির সদস্য সুমিত সরকার জানান, এবারের পূজায় আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে সেতুর ওপরে মেট্রোরেল। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে আমাদের এমন আয়োজন। গত বছর আমরা পদ্মা সেতু তৈরি করেছিলাম।মহেশ্বরকাটে পূজা উদযাপন পরিষদের ক্যাশিয়ার পুলিন মন্ডল বলেন, আমাদের দর্শনার্থীদের প্রতি বছর আমরা নতুন কিছু দেওয়ার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এবার পদ্মা সেতুর ওপরে মেট্রোরেলের সেতু তৈরি করা হয়েছে। পূজা শুরু হওয়ার আগেই বিভিন্ন জেলা থেকে এই সেতু দেখতে বিভিন্ন দর্শনার্থী আসছে। সাতক্ষীরায় এ বছর ৬০৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে গত বছর ছিল ৫৯৯টি।