স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান ছয় ম্যাচ পর বিশ্বকাপ ক্রিকেটে জয়ের দেখা পেলো বাংলাদেশ দল। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের জোড়া হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। আগে ব্যাট করে শ্রীলঙ্কা অলআউট হয় ২৭৯ রানে। জবাবে ৪১ ওভার ১ বলে জয় পায় বাংলাদেশ। বিশ্বকাপে এই প্রথম বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টাইমড আউট হওয়ার বিরল দৃশ্য দেখা গেছে এই ম্যাচে। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইমড আউট হয়েছেন। ভারত বিশ্বকাপে টানা ৬ ম্যাচে হেরে সেমিফাইনাল রেস থেকে বাংলাদেশ আগেই ছিটকে যায়। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে এবারের বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষ আটে থাকতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না বাংলাদেশের সামনে। দিলীর অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচটি কঠিন করে জিতেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার দেয়া ২৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, এই ম্যাচেও উদ্বোধনী জুটি থেকে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। পুরো বিশ্বকাপেই রান পেতে ব্যর্থ হয়েছেন ওপেনার তানজীদ তামিম। একবার জীবন পাওয়া লিটনও দলকে বিপদে ফেলে আউট হন দ্রুত। নাজমুল শান্ত ও অধিনায়ক সাকিব আল হাসান জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন। তাদের ব্যাটে চড়ে বাংলাদেশ এগুতে থাকে জয়ের পথে। দু’জনেই পারতেন এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম সেঞ্চুরি পেতে। কিন্তু অস্থির হয়ে আউট হন অধিনায়ক সাকিব ব্যক্তিগত ৮২ রানে। আর শান্ত ৯০ রানে আউট হন। দু’জন আউট হলেও দলকে জয়ের ভিত গড়ে দেন। তবে মাহমুদউলাহ রিয়াদ ও মুশফিকুর রহিম প্রতিপক্ষ বোলারদের উইকেট উপহার দিয়ে বাংলাদেশের জয়টা কঠিন করে তোলেন। শেষ পর্যন্ত তাওহীদ হৃদয় দলকে জয় এনে দেন। এই ম্যাচের আলোচিত ঘটনা ছিলো টাইমড আউট। ব্যাটিংয়ে নামা লঙ্কানদের শুরুতে ভালো চাপে রাখেন বাংলাদেশি বোলাররা। ১৩৫ রানে ৪ উইকেট হারিয়ে লঙ্কানরা বড় সংগ্রহের পথে হোঁচট খায়। এরপরই বিরল এক দৃশ্য দেখে ক্রিকেট বিশ্ব। সময় মতো ক্রিজে না আসায় বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট ঘোষণা করেন আম্পায়ার। একজন ব্যাটসম্যান আউট হওয়ার পরবর্তী ৩ মিনিটের মধ্যে আরেকজন ব্যাটসম্যান ক্রিজে যাওয়ার নিয়ম। কিন্তু সেই সময়ের মধ্যে ম্যাথিউস ক্রিজে না আসায় তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি, আম্পায়ার আউট দেন তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কোন খেলায় টাইমড আউট দেখলো বিশ্ব। ঘটনাটি নিয়ে খেলায় কিছুটা সময় চলে নাটকীয়তা। শেষ পর্যন্ত চারিথা আসালাঙ্কার সেঞ্চুরিতে ৪৯.৩ ওভারে ২৭৯ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করার শ্রীলঙ্কা।