ইয়াছির আরাফাতঃ ঢাকা মহানগর উত্তরে সর্ববৃহৎ ইউনিট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন।
সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর স্বাক্ষরিত একটি পত্রে বিষয়টি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এর আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।