ঠাকুরগাঁও প্রতিনিধিঃ উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। দিনের বেলা সূর্য দেখা গেলেও রাতে কনকনে শীত। ঠিক এই সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা কমান্ড্যান্টের কার্যালয় ভিডিপি সদস্যদের মাঝে ২০০ পিচ কম্বল বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ৩৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল্লাহ আল হাদী, ঠাকুরগাঁও জেলা কমান্ড্যাট সাইফুদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শরীফ মাহমুদ, উপজেলা প্রশিক্ষিকা মিতু রানীরা সহ অন্যান্যরা।
সেখানে ৩৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল্লাহ আল হাদী বলেন শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই নিয়ে সুনামের সাথে ঠাকুরগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাজ করছে। সামনের দিনগুলোতে সকলকে আরো ভালো করে কাজ করার আহ্বান জানান তিনি।