স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনায় ২৪ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি
উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্হাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩নভেম্বর) জনসভা থেকে প্রধানমন্ত্রী ২ হাজার ৩৬৯ কোটি ৬২ লাখ টাকার ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২০ কোটি ৮২ লাখ টাকার ৫ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিকাল ৩টা ২০ মিনিটের দিকে এ সব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্হাপন করেন প্রধানমন্ত্রী।পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর এ সমাবেশ ঘিরে খুলনাপরিণত হয়েছে উৎসবের নগরীতে।সমাবেশস্হল ও আশপাশে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্হা।সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে আসছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।লঞ্চ বাস, ট্রেন, ট্রাকে করে বাদ্যযন্ত্র বাজিয়ে জনসভাস্থলে আসেন তারা। আনুষ্ঠানিকভাবে জনসভা শুরুর আগেই সার্কিট হাউজ মাঠে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী।বাহারি সাজসজ্জা আর বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন স্লোগানে নেচে গেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন তারা
অনেকে আবার নেতাদের দেওয়া টিশার্ট কিংবা শাড়ি ও টুপিপরে এসেছেন জনসভায়।
মিছিল করে আসা নেতাকর্মীরা বলছেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে থেকে এক নজর দেখতে এবং তার কাছ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা আর উন্নয়নের বার্তা শুনতে এসেছেন তারা।
এর আগে ২০১৮ সালের ৩ মার্চ খুলনা সার্কিট হাউজ ময়দানের জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতির জনসভাকে কেন্দ্র করে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে খুলনা সার্কিট হাউস মাঠ। ধারণক্ষমতা না থাকায় নেতা-কর্মীরা সার্কিট হাউসের আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়েছেন।
এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা ১১টা ৫০ মিনিটে মহাসমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তৃতা দেন কেন্দ্রীয় স্হানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। সমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকে খুলনাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহ সার্কিট হাউজ মাঠে জড়ো হন।