আসাদুজ্জামান সনেট কালীগঞ্জ প্রতিনিধ:
তফসিল বাতিলের দাবিতে এবং পঞ্চম দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ২য় দিনেও বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন ও পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানার নেতৃত্বে এবং কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত ধানের প্রতীকে প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের তত্বাবধানে শহরের পুরাতন বাজার থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নলডাঙ্গার রোডে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ আহবায়ক শহিদুল ইসলাম শাইদুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, পৌর যুব দলের যুগ্ম-আহবায়ক ফিরোজ কবির, শ্রমিক নেতা আব্বাস উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আলাউদ্দিন আলা, মেহেদী হাসান হিরন, তারেক রহমান টিপু, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইয়ারুল ইসলাম, আশরাফুল ইসলাম নীরব, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আলামিন, হারুনুর রশিদ রাজা, ইফতি জাহান, উপজেলা ছাত্রদলের সদস্য মনিরুজ্জামান মুন্না, আরিয়ান, টিটোন, শাহেদ, জিহাদ সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ বিষয়ে শাখা ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশনার একতরফা নির্বাচনের ঘোষণা দিয়েছে। ছাত্রসমাজ প্রহসনের এই তফসিল মানে না। জনগণের মতামত উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের একতরফা নির্বাচন করার পাঁয়তারা ছাত্রসমাজ শক্ত হাতে রুখে দেবে। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নির্বাচন কমিশন যে তপশিল ঘোষণা করেছে তা মানি না। এ তফসিল ঘোষণা দেশের জনগণের সঙ্গে প্রতারণার শামিল।