জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টার ।। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামের বেগম পাড়ার বাসীন্দা সামাদ মোল্লার ছেলে মোঃ ফজলু মোল্লার (৪৫)গবাদিপশু ঘর পুড়ে ছাই। আনুমানিক রাত ৮ ঘটিকায় সময় আগুন লাগে। এই সময় ঐ ঘরে দড়ি দিয়ে বাঁধা ছিলো ৪টি বড় গরু ও ছাগল। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩টি গরু ও ২ টি ছাগল পুড়ে ছাই। তবে অনেক চেষ্টা করে ১টি গরু বাঁচাতে পারি। তবে এই ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে।।