স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার বটিয়াঘাটায় এশিয়ান মেগা ডেল্টা (AMD) প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকায় আগাম রবি চাষের লক্ষ্যে আমন মৌসুমে উচ্চ ফলনশীল ধান চাষ ও ফসল কর্তনের উপর এক মাঠ দিবস অনুষ্ঠান গতকাল ২২ নভেম্বর বুধবার সকাল ১০ টায় স্থানীয় পশ্চিম হালিয়া ক্লাষ্টার সংলগ্ন মাঠে (AMD) IRRIবটিয়াঘাটা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও পানি ব্যবসস্থাপনার কমিউনিটি অর্গানাইজার অমল কৃষ্ণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত দিবসে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বি, এ, ডি, সির নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল ফারুক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ওবায়দুল্লাহ শেখ(ওবায়দুল)। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অনুপম রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তরুণ কান্তি মজুমদার, এগ্রিকালচার ম্যাকানাইজেশন কৃষিবিদ স্বপন কুমার ভদ্র, পুষ্টি বিশেষজ্ঞ রুখসানা পারভীন রত্না, মাঠকর্মী যথাক্রমে সুমন কান্তি দে, অশোক রায়, উৎস কবিরাজ, কৃষক যথাক্রমে অনুজ মন্ডল, কালম শেখ, অনুকুল রায়, সরোয়ার সরদার প্রমূখ।