রিয়াজুল ইসলাম রিয়াজ জেলা প্রতিনিধি নাটোর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো:আবুল কালাম। বুধবার (২৯ নভেম্বর) সাড়ে তিনটার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সেকেন্দার রহমান,বাগাতিপাড়া পৌরসভার নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী উপাধ্যক্ষ শাহিদা খাতুন, লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ।স্থানীয় উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।