শেখ মারুফ হোসেন সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিম সুলতানা বুশরা‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আসিস কুমার নন্দী, (ভারপ্রাপ্ত) পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীর মুখাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নাঈম, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল প্রমুখ।