স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপের বাজুয়া সার্বজনীন আনন্দমেলা মাঠ প্রঙ্গণে ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে ৫ দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বড়দিন আনন্দ মেলা উদযাপন কমিটির সভাপতি শ্যামল মন্ডল ও সাধারণ সম্পাদক ঝিলিক রায় জানান ২৪ ডিসেম্বর মঙ্গলবার স্টার উত্তোলন, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় উদ্বোধনী অনুষ্ঠান ও প্রার্থনা সভা, অনুষ্ঠানের উদ্বোধন করবেন বড়দিন আনন্দমেলার প্রতিষ্ঠাতা রেভাঃ ফাদার বাবলু সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথি থাকবেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, সভাপতিত্ব করবেন আয়োজক কমিটির সভাপতি শ্যামল মন্ডল। উদ্বাধনী দিনে রাত ৮ টায় হিড বাংলাদেশের সৌজন্যে সাংস্কৃতিক সন্ধ্যা, ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টায় প্রার্থনা সভা ও রাত ৮ টারদিকে বহিরাগত শিল্পী মম্বনয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান,২৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় প্রার্থনা সভা,ও রাত ৮ টার দিকে সাংস্কৃতিক সন্ধ্যা,২৯ ডিসেম্বর সন্ধ্য ৬ টায় প্রর্থনা সভা ও রাত ৮ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য প্রতিযোগিতা,৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় প্রর্থনা সভা ও রাত ৮ টায় যাত্রা পালা দেবীসুলতানা
খৃষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন, এই ধর্মের প্রবর্তক যিশুখৃষ্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন।খৃস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে শুভ বড়দিন হিসাবে উদযাপন করে থাকেন।খৃষ্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন, সৃষ্টি কর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুরপৃথিবীতে আগমন ঘটেছিল।বিশ্বের অন্যান্য দেশের ন্যায় দাকোপের বাজুয়া খৃষ্ট্রান ধর্মানুসারী রাও এদিন যথাযত ধর্মীয় ভাবগাম্ভির্যা ও আচারাদি, আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে শুভ বড়দিন উদযাপন করবেন।মেলা উদযাপন কমিটি কষাধক্ষ্য টনিবাড়ৈই,সাংস্কৃতিক সম্পাদক ল্যটিন নাথ ও সদস্য সচিব মানিক বাড়ৈই।