মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে দক্ষিণ মটুকপুর টেপুপাড়া বায়তুন-নুর জামে মসজিদের উদ্যোগে চারদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩শে ডিসেম্বর) বাদ জোহর উপজেলার বোড়াগাড়ী ব্রিজ সংলগ্ন চারদিন ব্যাপী দিবাকালীন তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করেন- তাহরিকে খাতমে নবুওয়্যাত বাংলাদেশের আমীর ও নারায়ণগঞ্জের জৌনপুরীর পীরসাহেব মুফতি ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।
ধর্মপালের হাজিপাড়ার সমাজসেবক মোঃ আনছারুল ইসলামের প্রধান পৃষ্ঠপোষকতায় এদিন বিশেষ মুফাসসির হিসেবে বয়ান রাখেন- ডোমারের তানজিমুল উম্মাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ আব্দুস সালাম। সমাপনী দিবসে কোরআনের সূরা তাওবাহর ১১২ নম্বর আয়াত নিয়ে তাফসীর করেন বক্তারা।
সমাপনী অধিবেশনে দক্ষিণ মটুকপুর টেপুপাড়া বায়তুন-নুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান।
প্রধান বক্তা ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসীর বয়ান শুনতে মাহফিল শুরু হওয়ার অনেক আগে থেকেই দূর-দূরান্ত থেকে সমবেত হন শ্রোতারা। তার আগমনে ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণে মুখরিত হয়ে উঠে মাহফিল এলাকা।
আয়োজক কমিটি সুত্রে জানা যায়, চারদিন ব্যাপী দিবাকালীন তাফসীরুল কোরআন মাহফিলটিতে দেশবরেণ্য জনপ্রিয় বক্তারা বয়ান পেশ করেন। মাহফিলের ১ম দিনে মুফতি আমির হামজা, ২য় দিনে ড. ফয়জুল হক ও ৩য় দিনে মনোয়ার হোসাইন মোমিন পবিত্র কোরআন শরীফ থেকে তাফসীর করেন।