বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর বিরামপুর পাঁচ জুয়ারিকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ৮৮০ টাকা সহ এক সেট তাস। গত সোমবার দিবাগত রাতে উপজেলার দিওড় ইউনিয়নের শৈলাহার গ্রামের বসতবাড়ির পাশে একটি ফাঁকা জায়গা থেকে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়।
বিরামপুর থানার অফিসার ইনার্চজ সুব্রত কুমার সরকার জানান, জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। দুপুরে তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।
আটককৃতরা হলেন- একই গ্রামের শৈলাহারের মৃত আফাজ উদ্দীনের ছেলে আক্তারুল ইসলাম (৫০), তমিজ উদ্দীনের ছেলে মোকাদ্দেস (৩৫), মজিবরের ছেলে দেলোয়ার (৩০), মৃত আঃ রহমানের ছেলে মোকলেছার রহমান (৩০) ও মৃত আবুল কাশেমের ছেলে মাহফুজুর রহমান (৪৫)। জুয়া খেলার সময় তাদেরকে হাতেনাতে আটক করে পুলিশ।