রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ: বুধবার রাত সাড়ে ন’টার সময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা নামক স্থানে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কাভার্ড ভ্যানে থাকা সাড়ে ৭ হাজার পিচ ব্রয়লার মুরগীর বাচ্চা পুড়ে মারা গেছে। এ সময় কাভার্ডভ্যান চালক মোখলেসকে (৩৫) মারধর করে আহত করে।
চালক মোখলেস জানান, গাজীপুরের মাওয়ার শ্রীপুর থেকে এসিআই কোম্পানীর সাড়ে ৭ হাজার পিচ ব্রয়লার মুরগীর বাচ্চা নিয়ে পাবনার বনওয়ারীনগর এর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা পৌছলে প্রায় ৫০-৬০ জন ব্যক্তি হরতালের সমর্থনে মিছিল নিয়ে এসে বোতল থেকে পেট্রোল জাতীয় দ্রব্য ঢেলে কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ সময় মিছিলকারীরা আমাকে মারপিাট করে আমি ভয়ে পালিয়ে যাই।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে কাভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় সড়কে যানবাহন কিছুটা সময় যাহবাহন আটকে পড়ে। খবর পেয়ে রাত দশটায় ঘটনাস্থলে আসেন সাবেক এমপি ও বর্তমান নৌকার প্রার্থী চয়ন ইসলাম।
তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশে বিএনপি জামাত আগুন সন্ত্রাস সৃষ্টি করছে। তারাই মিছিল নিয়ে গাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা শাহজাদপুরে প্রতিবাদ সভা করবো।
এদিকে খবর পেয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান পিপিএম, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার ঘটনাস্থল পরিদর্শন করেন। চালক গাজীপুরের শ্রীপুর জয়না বাজারের রইচ উদ্দিনের ছেলে বলে জানা গেছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয় নাই।