এস এম হুমায়ুন, বাগেরহাট প্রতিনিধি: মোংলায় অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ববিকাশ, নেটওয়ার্কিং ও এডভোকেসী বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় অপরাজিতা প্রকল্পের আওতায় পৌর শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনয়াতনে মোংলা উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি জোসনা খাতুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান।
সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু, ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তার ও অপরাজিতা অর্পা মল্লিক।
প্রশিক্ষণটি সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড সমন্বয়কারী দীপ্তি রায়। প্রশিক্ষণে মোংলা উপজেলার অপরাজিতা নেটওয়ার্কের অংশগ্রহণ করেন।
এর আগে “নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মোংলা উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক এর আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, আলোচনাসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে মোংলা উপজেলার অপরাজিতা নেটওয়ার্কের সদস্যরা অংশ নেন।