মোঃ সাইফুল ইসলাম আকাশ, নিজস্ব প্রতিবেদক: ভোলা জেলা পুলিশ লাইন্সে বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম, পিপিএম এর পক্ষ থেকে ভোলা জেলা পুলিশের সদস্যদের জন্য পুলিশ লাইন্স মেসে বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর বুধবার দূপুরে এই প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম,জেলা সিনিয়র দায়রা জজ এ,এইচ,এম মাহমুদুর রহমান,ভোলা জেলা প্রশাসক ও ভোলা জেলা ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান,ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেন, (এন), এএফডব্লিউসি, পিএসসি, বিএন,জোনাল কমান্ডার দক্ষিণ জোন ভোলা, ডাঃ কে এম শফিকুজ্জামান,ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
মোঃ মামুন অর রশিদ,ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান (ক্রাইম এন্ড অপস),সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার,ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া,ভোলাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।