স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান: খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া সুরেন্দ্রনাথ শিশু বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার চুড়ান্ত ফলাফল আজ ১৩ ডিসেম্বর বুধবার সকাল ১০ টারদিকে প্রকাশ করা হয়েছে।নার্সারী শ্রেনীতে ৩৬ জন শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্হান অধিকার করেছে ইবন্তি রায়(৭)।
তার পিতা নৃপেন রায়,মাতা তন্বী রায় সরকারী চাকরি জীবী তারা তার কণ্যা ইবন্তীর সফলতায় সকলের আশীর্বাদ কামনা করেছেন।পর্যায়ক্রমে শিক্ষায় আরো অগ্রগতির সফলতা আনতে পারে তার জন্য সকলের দোয়া চেয়েছেন।
সুরেন্দ্র নাথ শিশু বিদ্যালয়টি ২০০১ সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটি এখন ঐতিহ্যাবী শিশু বিদ্যালয়ে পরিনত হয়েছে।শিক্ষক মন্ডলীর অক্লান্ত প্ররিশ্রমে কোমলমতি শিক্ষার্থীদের মিষ্টি সূলভআচরন শিশু বিদ্যালয় টি সুনাম বহন করে চলেছে।