সোহেল তানভীর, স্টাফ রিপোর্টার: এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ এর পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার সালন্দর জামুড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লি. এর এজিএম মাইন উদ্দিন স্বপন, রংপুর বিভাগীয় ম্যানেজার গাজীবুর রহমান গাজী, বগুড়ার ম্যানেজার সালেক খান খোকন, ঢাকার ম্যানেজার ফারুক হোসেন (পথিক), ঠাকুরগাঁওয়ের ম্যানেজার শাকিল, সালন্দর জামুড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা হোসনে জাহান সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ঐ এলাকার ৫ শত অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তারা।
কম্বল নিতে আসা একাধিক ব্যক্তিরা বলেন, এই শীতে আমরা কম্বল পেয়ে খুব খুশি হয়েছি। যারা এ কম্বল বিতরণ করলেন তাদের দীর্ঘায়ু কামনা করেন শাহিনা বেগম সহ অনেকেই।
এদিকে এনা ট্রান্সপোর্ট এর এজিএম মাইন উদ্দিন স্বপন বলেন, আমাদের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ এর পক্ষ থেকে সারাদেশে প্রতিবছরই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁও এদিকে শীতের প্রভাব খুব বেশি। তারই ধারাবাহিকতায় তিনি আজ ঠাকুরগাঁওয়ে ৫ শত অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন।