জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ: উৎসব ও আনন্দ আয়োজনের মধ্য দিয়ে সুইজারল্যান্ডে বাংলাদেশের ৫২ তম মহান বিজয় দিবস পালন করেছে। বাংলাদেশ ক্লাব জেনেভার আয়োজনে স্হানীয় একটি হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় । আলোচনা সভায় ইতি ইসলাম ও কাশফিয়া ইস্মাল এর সুইজ ও বাংলা ভাষায় প্রানবন্ত যৌথ সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি হারুন রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম জর্জ , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান , সুইজারল্যান্ডের পরিচিত মুখ বিশিষ্ট ব্যাবসায়ী ইন্টারপাস জিম বি এইচ এর কর্ণধার আনিস খান , সুইজ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ফেডেরিক , রহমান মাহবুবুর প্রমূখ। সে সময় সুইজারল্যান্ডের বেশ কয়েকজন সরকারী কর্মকর্তা স্ব পরিবারে উপস্থিত ছিলেন। সে সময় আনিস খান ও ফেডেরিক কে ফুলের শুভেচ্ছা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে । বক্তারা বলেন , ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধ শেষে শহীদদের রক্তের বিনিমতে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে। ১৬ ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। প্রবাসে বেরে উঠা প্রজন্ম দের বাংলাদেশের ইতিহাস জানতে হবে। আলোচনা সভা শেষে শহিদুল ইসলাম স্বপন ও হোসাইন শাদাত এর পরিচালনায় সুইজারল্যান্ডের বিভিন্ন শহর ও ফ্রান্স হতে আসা ৩ শতাধিক দর্শকের সামনে সঙ্গীত , নৃত্য , পুথি পাঠ , তবলা ও সেতার বাদ্য পরিবেশন করে সুইজারল্যান্ড ও ফ্রান্সে বসবাসরত শিল্পীরা । দেশাত্মবোধক গান, নৃত্য , তবলা ও সেতারা বাজিয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করেন মিলি হোসেন , রিমি হোসেন , তানিয়া ইসলাম , লিমা বড়ুয়া, নিশাত আক্তার , জলি চৌধুরী , আনহা সিকদার পুনম, রোকন, তিষা বড়ুয়া , ডাক্তার সেগুফতা রেজা , মাহবুব , এলাহি টুকু , সাগর বড়ুয়া , অনুভব চেটার্জি , দেবশ্রী চেটার্জি , ডেনিস তেস্টি , দিলারা , আফসারা , নিতু , নয়েমি , সুনেয়না , রামিসা, সারা প্রমূখ। পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।