কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ ও কোম্পানীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদের সাথে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো. শরীফ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদের সঞ্চালনায় ফটোগ্রাফারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সকল ফটোগ্রাফারদের ইতিবাচক ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ। ফটোগ্রাফারদের নিয়মানুবর্তিতা নিয়ে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ফটোগ্রাফি সোসাইটির সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন মিন্নত ও গিতা পাঠ করেন উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা হরলাল বাবু।
অনুষ্ঠানে ফটোগ্রাফারদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমন, যুগ্ম সম্পাদক আলমগীর আলম, সাংগঠনিক সম্পাদক মেহরাব হোসেন মিন্নত, অর্থ সম্পাদক আক্তার হোসেন রাফি, প্রচার সম্পাদক রায়হান উদ্দিন কামরান, সহ-প্রচার সম্পাদক রাসেল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন ফটোগ্রাফার মো. কয়েছ মিয়া, মো. রবিউল ইসলাম সিয়াম, মো. জাবেদ, রবিউল হাসান, জিয়াদ আলী, মো. জুয়েল মিয়া, আব্দুল মতিন, সাচ্চা মিয়া, রায়হান আহমদ, আজিজুল হক, মো. লিমন মিয়া, মামুন মিয়া, আব্বাস, ফয়সাল, কাউসার, বুরহান, ইব্রাহিম, খোকন, জৈন উদ্দিন, খোকন শর্মা, নুরুজ্জামান, সাইদুর রহমান, জামির হোসেন, জুবায়ের আহমদ, মোবারক হোসেন সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটোগ্রাফি সোসাইটির সকল সদস্য ও নেতৃবৃন্দ।