মোঃ রায়হান জোমাদ্দার, স্টাফ রিপোর্টার: জনাব মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পুলিশ সুপার, ঝালকাঠি মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)মোঃ মনিরুজ্জামান, ওসি ডিবি এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ঝালকাঠি জেলার ঝালকাঠি থানাধীন কৃষ্ণকাঠি সাকিনস্থ মানপাশা টেম্পু ষ্ট্যান্ড টু আগরবাড়ি রোডের বায়ান্ন কুরা ব্রীজের বাম পাশে পাঁকা রাস্তার উপর হইতে ০১ (এক) কেজি গাঁজা সহ মোঃ নজরুল হাওলাদার (৩৩), পিতা-মোঃ জালাল হাওলাদার, মাতা-নাসিমা বেগম, সাং-হাড়দল, ইউপি-নাচনমহল, থানা -নলছিটি, এ/পি সাং-কাশারিপট্টি রোড, থানা- ঝালাকাঠি, জেলা-ঝালকাঠিকে গ্রেফতার করেন।