মোঃ রায়হান জোমাদ্দার, স্টাফ রিপোর্টার: বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরী করেছে আইনশৃঙ্থলা বাহিনী। জাতীয় দ্বাদশ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় যোগ দিতে ২৯ ডিসেম্বর বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান মাঠে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জনসভা সফল করার লক্ষে সর্বোচ্চ নিরাপত্তা বলায় নিশ্চিত করা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে কয়েক শ’ চেকপোস্ট বসানো হয়েছে।
দেখা গেছে- সমাবেশস্থলের চারপাশে বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে। নেতাকর্মীদের সমাবেশস্থলে ঢোকার জন্য পৃথক লেন তৈরি করা হয়েছে। মাঠে প্রবেশের সময় নেতাকর্মীদেরকে চেক করে অনুমতি দেওয়া হবে।
বৃহস্পতিবার ২৮শে ডিসেম্বর সরেজমিনে নগরী প্রদর্শন করে দেখা গেছে, নগরীর প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। মোড়ে মোড়ে পুলিশ, র্যাব,সেনাবাহিনী, গোয়েন্দা পুলিশ, টহল পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এদিকে র্যাবের বিশেষ টিম প্রতিনিয়ত নগরীর বিভিন্ন স্থানে টহল জোরদার করেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বিপিএম-সেবা, পিপিএম বলেন- প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশ, গোয়েন্দা পুলিশ, টহল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন মাঠে রয়েছে।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে। সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি সম্পন্ন করা হবে। এজন্য নগরবাসীর সহযোগিতা চান পুলিশ কমিশনার।
পুলিশ কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। তাদের তত্ত্বাবধানে ও পরামর্শক্রমে পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। এসএসএফ, পিজিএফ, সাদা পোশাকের পুলিশ, ইউনিফর্মের পুলিশ, গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় আর্চওয়ে, ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রোনসহ প্রযুক্তিগত সবকিছু যুক্ত থাকবে। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা নিরাপত্তা পরিকল্পনা নিচ্ছি। শুধু জনসভায়স্থলেই পুলিশ থাকবে না, পুরো শহর একটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে।
প্রসঙ্গত, দুপুর ২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জনসভায় ১০ লাখ মানুষ সমাগম হবে বলে আশা করছেন আওয়ামী লীগ নেতারা।