আরিফুজামান চাকলাদার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পেশাগত দায়ীত্ব পালনকারী সৈয়দা নাজনীন এর জন্মদিন পালিত হয়েছে।গত ৩০ শে ডিসেম্বর( শনিবার) প্রেসক্লাব আলফাডাঙ্গা অস্হায়ী কার্যালয় চৌরাস্তায় রাতে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে উদযাপিত হয়।তিনি ফরিদপুরের দৈনিক খোলা চোখ পত্রিকার ও সাপ্তাহিক ফাতেহাবাদ আলফাডাঙ্গা উপজেলার প্রতিনিধি।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব আলফাডাঙ্গা সভাপতি আরিফুজ্জামান চাকলাদার আপেল,সাধারণ সম্পাদক তন্ময় উদ্দৌলা,আলফাডাঙ্গা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (ভা.) তৌকির আহমেদ ডালিম,যুবলীগের সদস্য রানা, প্রেস আলফাডাঙ্গা কার্যকারী সদস্য মামুন অর রশিদ,প্রচার সম্পাদক তৈয়বুর রহমান তৈয়ব,অর্থ বিষয়ক সম্পাদক নাঈম হাসান,সাধারণ সদস্য ফেরদৌস খান এবং আলফাডাঙ্গা ক্লাবহ সহ-সভাপতি সাহাবুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান নওশের আলম,সদস্য শাহিনুর রহমান শাহিন।