জাকির হোসেন সুমন, ব্যাুরো প্রধান ইউরোপ: বাংলাদেশ হতে ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের নিয়ে ২ য় বারের মতো কনভেনশন অনুষ্ঠিত হয়েছে ইতালির ভেনিসে। ভেনিসের চিতা মারঘেরা গির্জার হলে অনুষ্ঠিত এই কনভেনশনে প্রায় অর্ধশত বাংলাদেশী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সৌরদাস গুপ্তার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মমিনুল ইসলাম। সে সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন , মিলান কনসুলেট অফিসের কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ , প্রোফেসর রাফায়েল্লো , প্রফেসর এমেরুতুস , বাংলাদেশ কনসুলেট অফিসের ভেনিসের অনারারি কনসুল এডভোকেট ফাব্রিজিও দি আভিনো , ডক্টর জেরেমি পাল , রবেরর্তো ফাগার্জি , ইউসুফ দাউদ ও মিলান কনসুলেট অফিসের শ্রম কনসাল সাব্বির আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে আগত শিক্ষার্থীরা তাদের পেরমেচ্ছো দি সৌজন্য নবায়ন, আবাসন সমস্যা সহ নানা সমস্যার কথা তুলে ধরেন,। রাষ্ট্রদূত মনিরুল ইসলাম শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন ও তা সমাধানের বিষয়ে পদক্ষেপ নেবার কথা বলেন। পরিশেষে অনুষ্ঠানে আগত শিক্ষার্থীর নৃত্য ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।