মোঃ সাইফুল ইসলাম আকাশ, নিজস্ব প্রতিবেদক, ভোলা: ভোলার বোরহানউদ্দিনে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৯ জানুয়ারি দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নিবার্হী কর্মকতা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট রায়হান-উজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় পরে বোরহানউদ্দিন উপজেলা তেঁতুলিয়া নদী সংলগ্ন খেয়াঘাট এলাকায় জব্দকৃত জাল গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান বলেন,মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
তিনি বলেন,জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা,উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকতা মিজানুর রহমান প্রমুখ।