মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার মটুকপুর সপ্তর্ষী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০২৪ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে আজ।
শনিবার (১০ই ফেব্রুয়ারী) সকালে উপজেলার মটুকপুর সপ্তর্ষী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মটুকপুর সপ্তর্ষী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরননবী। প্রসন্ন কুমার অধিকারীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক সরকার, মটুকপুর সপ্তর্ষী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভয় চন্দ্র প্রমুখ সহ বিদ্যালয়ের দাতা সদস্য, শিক্ষক, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেন অতিথিরা। পরে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।