সিলেটের কোম্পানীগঞ্জে মায়ের দুধের উপকারিতা ও গুঁড়া দুধের অপকারিতা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা ইয়াসমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিক হাসান কবির , উপজেলা শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা সমবায় কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চান মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অফিস সম্পাদক আনোয়ার সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, কোম্পানীগঞ্জ এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরীয়া, যুব উন্নয়ন অফিসের ইব্রাহিম আলী, পরিসংখ্যান অফিসের নির্মল চন্দ্র দাস, মানিক মিয়া প্রমুখ।