পেকুয়া প্রতিনিধিঃ ধর্মীয় শিক্ষার মাধ্যমে জীবন গঠন করে ইহকালে শান্তি ও পরকালে মুক্তি লাভ করার করার আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজাখালী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ফোরকান।
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী দারুত তাহফিজ ওয়াস্ সুন্নাহ মডেল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভায় ও দোয়া মাহফিল হয়েছে।
০৭ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজাখালী রায়বাপের পাড়া দারুত তাহফিজ ওয়াস্ সুন্নাহ মডেল মাদ্রাসার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর রাজাখালী ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও ডিসিএন টিভি চেয়ারম্যান ও দৈনিক রূপালী নিউজের সম্পাদক মোহাম্মদ ফোরকান।
এসময় তিনি সবাইকে ধর্মীয় শিক্ষার মাধ্যমে জীবন গঠন করে ইহকালে শান্তি ও পরকালে মুক্তি লাভ করার করার আহবান জানান। নিজ তহবিল থেকে মাদ্রাসার ফান্ডে নগদ ১০হাজার অনুদান দেন সবাইকে মাদ্রাসার পাশে থাকার আহবান জানান।
এসময় পুঁইছড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোছাইন, মাওলানা শফুকুর রহমান,মাওলানা জসিম উদ্দীন মিজবাহ, বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজাখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত, ইউপি সদস্য নেজাম উদ্দীন নেজু, মৌলভী আব্দুল করিম,
অত্র মাদ্রাসার পরিচালক মনজুরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।