মাসুম বিল্লাহ,বগুড়াঃ শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আবু রায়হান মোল্লা (৩০) কে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ । সে শুভগাছা গ্রামের মোঃ জলিল মোল্লার ছেলে।
থানা-পুলিশ সূত্র জানায়, আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ জুলাই শহরের ধুনট রোড মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বিস্ফোরণ ঘটিয়ে হামলার অভিযোগে ২ নভেম্বর থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার বাদী ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিফাত সরকার। তাঁর বাড়ি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকায়। মামলায় এজাহারনামীয় আসামির সংখ্যা ছিল ১৪৭। মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যা অনেকে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।