সুজন আলী,রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ই মার্চ গণহত্যা দিবস এবং ২৬ই মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প:প: কর্মকর্তা ডা:আব্দুস সামাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দীন,মহিলা আওয়ামী লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, পল্লি বিদ্যুৎ ডিজিএম নেজামুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামুয়েল মার্ডি,পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সম্পাদক বিপ্লব,সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় উল্লেখিত দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের লক্ষে আলোচনা সাপেক্ষে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ করা হবে।২৫ মার্চ গণ হত্যা দিবস উপলক্ষে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে মোমবাতি প্রজলন এবং রাত ১০ থেকে ১ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রেখে দিনটিকে স্বরণ করা হবে।২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে খুনিয়াদীঘি স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। পরে সকাল ৯ টায় রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।