মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়াতে ইফতারের সময় ঠান্ডা পানি মনে করে ব্যাটারির পানি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন রোজাদার ব্যাক্তি। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) ইফতারের সময় উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. নাজমুল হোসেন। আহতদের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. নাজমুল হোসেন বলেন- ইফতারের সময় গয়ালমারা বাজারের একটি টমটমের (ইজিবাইক) গ্যারেজে রাখা ব্যাটারির পানি পান করে বসেন দুজন। সে পানি কি ব্যাটারির পানি কিনা যাচাই করতে আরও দুজন পান করেন। তখন চারজনই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। বাকিরা তাদের দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, রাত আটটার দিকে তাদের সদর হাসপাতালে আনা হয়। দুজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকের তত্বাবধানে রয়েছে। ভুলবশত: ব্যাটারির পানি পান করেন বলে জানান আহতরা।
এ ঘটনায় রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গয়ালমারা এলাকার নাজির হোসেনের ছেলে নুরুল হাকিম(১৮), একই এলাকার মৃত আসা মিয়ার ছেলে নুরুল বশর (৩২), মৃত সোনা মিয়ার ছেলে আবদুল কাদের (৩৮) ও ইমাম শরীফের ছেলে ইসহাক আহমদ (৬২) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছে।