মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন রাধাকান্তপুর সাত নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ উজ্জল হোসেন ভনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সানোয়ার হোসেন সানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রবীণ আওয়ামী লীগ নেতা আহসান হাবিব জিলা, বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম।
এছাড়াও এসময় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনার পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে কেক কাটার আয়োজন করা হয়।