স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ দাকোপের বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অপরাজিত মন্ডল(অপু) দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন, বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মির্জা সাইফুল ইসলাম টুটুল, অচিন্ত্য সাহা, ইউপি সদস্য অসিম রায়, তুষার রায়, নুর ইসলাম শেখ, অজিত রায় ছোট্ট, মুকুল সরদার, মৃগংক রায়, শুকুমার রায়, আজিজুল শেখ, বংশিলাল রায়, জগবন্ধু গাইন, নিতাই দাস, সজল গাইন, প্রিন্স বিশ্বাস, জন অশোক মন্ডল, গোবিন্দ থান্দার, দ্বিবাকর সরকার, নিতাই মন্ডল, ফনি ভূষন রায়, রণজিৎ মন্ডল, তরুন মন্ডল, সোবাহান সরদ্দার, কাঞ্চন বিশ্বাস, রুবিনা খান, ইয়াসমিন শেখ, উজ্জ্বল রায়, জয়ন্ত রায়, হাফিজুল ইসলাম, দিনবন্ধু মন্ডল মন্ডল, মাখন ঘরামী, বিশ্বজিত মন্ডল, বিপ্লব মন্ডল ডব্লিউ প্রমুখ।