এম এস সজীবঃ বরগুনার পাথরঘাটা লোকালয় থেকে ২ টি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টার সময় পাথরঘাটা উপজেলা চরদুয়ানী ইউনিয়নের বান্দাকাটা নামক এলাকায় খাদ্যের সন্ধানে লোকালয় প্রবেশ করা হরিণ ২টি উদ্ধার করে।
স্থানীয়রা জানান , এই এলাকায় কয়েকটি সক্রিয় হরিণ চোরা কারবারি গ্রুপ আছে হয়তো তারাও এই হরিণ দুটি লোকালয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসতে পারে। তাই হরিণ রক্ষায় বন বিভাগের নজরদারি বাড়ানো প্রয়োজন বলে দাবি করেন তারা।
বন বিভাগের জ্ঞানপাড়া বিশেষ শহর টিমের ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ ওবায়দুল রহমান, বলেন হঠাৎ করে সকালে দুইটি চিত্রা হরিণ সুন্দরবন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। মানুষ দেখে হরিণ দুটি ভয়ে দৌড়াদৌড়ি করে। একপর্যায়ে বেরিবাদের পাশে থাকা জালে একটি হরিণ বেঁধে যায়। কিছুক্ষণ পর দ্বিতীয় হরিণটিও এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে ফরেস্ট ক্যাম্পের নিয়ে যাওয়া হয়।
ধারণা করা হচ্ছে সুন্দরবন একেবারেই কাছাকাছি হওয়ায় হয়তো হরিণ দুটি ভুল করে খাবারের সন্ধানে এই এলাকায় এসেছে। হরিণ দুটি দ্রুতই সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে বলে। কারণ চিত্রা হরিণ বেশি মানুষ দেখলে স্টক করে মারা যায় ।
চোরা কারবারি সম্পর্কে তথ্য জানতে চাইলে, তিনি বলেন এরকম আমার কাছে কোন তথ্য নেই। ঘটনা সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।